
Reply from Lead Academy
স্যার, কোর্সটি আপনার প্রত্যাশা পূরণ করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কোর্সটি "বেসিক থেকে ইন্টারমিডিয়েট" লেভেলের কোর্স এবং কোর্সের সিলেবাস এর বিষয়গুলো কোর্স কেনার পূর্বেই দেখে নেয়া যায়।
স্যার, কোর্স এর সার্টিফিকেট-এর সফটকপি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে কোন ফি দিতে হয় না; আপনি কোর্স সম্পূর্ণ করে আমাদের ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র হার্ড কপি সার্টিফিকেট নিতে হলে প্রিন্টিং চার্জ এবং কুরিয়ার চার্জ বাবদ ২৫০ টাকা ফি দিতে হয়।