গুরুত্বপূর্ণ নোটিশ : আগামী ১৫ই মে, ২০২৪ রাত ১২:০০ টা থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত লিড একাডেমী ওয়েবসাইট মেইনটেন্যান্স এর কাজ করা হবে। উক্ত সময়ের জন্য, প্লাটফর্ম এক্সেস অস্থায়ীভাবে সীমিত থাকবে। সাময়িক অপ্রত্যাশিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। আপনার লার্নিং এক্সপেরিয়েন্সকে উন্নত করতে সহযোগিতার জন্য ধন্যবাদ।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন 01894988285
গ্র্যাজুয়েশনের পর নিজের অর্জনের তালিকায় আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার কৃতিত্বটা থাকলে কিন্তু মন্দ হয় না। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার সুবর্ণ সুযোগ লুফে নিতে পারেন, ক্যারিয়ারে অনেক ধাপ এগিয়ে যেতে পারেন, যদি স্নাতকোত্তর সম্পন্ন করে থাকেন আইবিএ থেকে। আপনার আইবিএ তে এমবিএ করতে পারার স্বপ্ন পূরণ করতে আমরা নিয়ে এসেছি “Math & English for IBA-MBA Admission Preparation” কোর্সটি।
স্নাতকোত্তর পর্যায়ে বা স্নাতক শেষে যারা ডিইউ, জেইউ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এমবিএ-র ডে কিংবা ইভিনিং প্রোগ্রামের ‘প্রস্তুতি’ নিতে চান তাদের জন্য বিশ্ববিদ্যালগুলোর আইবিএ এর প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষনের মাধ্যমে এই কোর্সটি সাজানো হয়েছে ।
Eager to learn
Keep video resolution at 1080p
A computer
Solving mathematical problems
Numbers and perform calculations
Essential geometry concepts
Statistical concepts
Time management
Permutation & Combination
Grammar
Vocabulary
Reading comprehension
Writing
Time Management