গুরুত্বপূর্ণ নোটিশ : আগামী ১৫ই মে, ২০২৪ রাত ১২:০০ টা থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত লিড একাডেমী ওয়েবসাইট মেইনটেন্যান্স এর কাজ করা হবে। উক্ত সময়ের জন্য, প্লাটফর্ম এক্সেস অস্থায়ীভাবে সীমিত থাকবে। সাময়িক অপ্রত্যাশিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। আপনার লার্নিং এক্সপেরিয়েন্সকে উন্নত করতে সহযোগিতার জন্য ধন্যবাদ। জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন 01894988285
রিজিক কি? রিজক কি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দ্বারা পূর্বনির্ধারিত? যদি তাই হয়,জীবিকা যদি পূর্বনির্ধারিত-ই থাকে তাহলে আমরা কেন দৈনন্দিন জীবনে কষ্ট করে কাজ করব? আমাদের প্রচেষ্টার জন্য এই জীবনে এবং পরকালে আমাদের জন্য কী পুরস্কার অপেক্ষা করছে? রিজক কি শুধুমাত্র আর্থিক সম্পদের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটি আমাদের জীবনের বৃহত্তর দিকগুলিকে অন্তর্ভুক্ত করে? কর্মের দ্বারা কি রিজিক প্রভাবিত হয়? রিজিক কিভাবে বৃদ্ধি করা যায়? রিজিক সম্পর্কিত কি কি পরীক্ষার সম্মুখীন হতে হয়?- এমন বহু প্রশ্ন আমাদের মনে আসে, এবং আমরা অনেকেই রিজিক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি।
এই সব প্রশ্নের উত্তর দিতে কুরান-হাদীসের আলোকে সাজানো হয়েছে “হাদীস ও কুরআনের আলোকে রিজিক”- এই কোর্সটি। অনেকেই মনে করেন রিজিক ইতিমধ্যেই নিরধারিত রয়েছে, হ্যাঁ, তবে আমাদের কর্মের কারনে রিজিক প্রভাবিত হয়। তাহলে, কিভাবে আমরা আমাদের রিজিক পরিবর্তন করতে পারি?
এই কোর্সটিতে আমরা শিখব, যাদের মধ্যে রিজক পূর্বনির্ধারিত, এবং পরিবর্তন হয়না-এই ধারণা থেকে কাজে অলসতা চলে আসে, তারা কিভাবে কর্মক্ষেত্রে অনুপ্রাণিত থাকবেন, শিখবেন আমাদের কর্মের সাথে রিজিকের সম্পর্ক।
কোর্সটি কাদের জন্য?
এই কোর্সটি ইসলামের রিজিক বিষয়টি সম্পর্কে আগ্রহী সবার জন্য।
আপনি যা শিখবেন:
রিজিক কি বুঝা: রিজকের ধারণা এবং ইসলামী শিক্ষায় এর প্রভাব অন্বেষণ।
কর্মের প্রভাব: ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের কাজ এবং প্রচেষ্টা কীভাবে আমাদের রিজিক কে গঠন করে তা।
রিজিক বিষয়ক পরীক্ষা: রিজকের সাথে সম্পর্কিত দুনিয়ায় কি কি পরীক্ষার সম্মুখীন হতে হয়, এবং কিভাবে বিশ্বাসের মাধ্যমে তা সফলভাবে অতিক্রম করতে হয়।
কোর্সটি কেন করবেন:
রিজিক বিষয়ক স্বচ্ছতা লাভ করতে: রিজকের ধারণা এবং আমাদের কর্মের সাথে এর সম্পর্ক বুঝুন।
বিশ্বাস বৃদ্ধি করতে: জীবিকা নির্বাহ সংক্রান্ত ইসলামিক নীতিগুলি সম্পর্কে আপনার উপলব্ধি গভীর করুন।
নিজেকে অনুপ্রাণিত করুতে: ধর্মীয় কাজের মাধ্যমে আপনার রিজক বাড়ানোর উপায় শিখুন।
কুরান-হাদীসের আলোকে, রিজিক সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে একটি প্রোডাক্টিভ জীবনের যাত্রা শুরু করতে আজ-ই এনরোল করুন LEAD Academy’র “হাদীস ও কুরআনের আলোকে রিজিক”- এই কোর্সটি তে।